আজিজুল হকঃ আসন্ন আগামী ভোলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসাবে মাসুদ পারভেজ সকলের কাছে দোয়া ও সামর্থন চেয়েছেন। ভোলাব ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা মাসুদ পারভেজ ইতিপূর্বে ভোলাব ৯ নং ওয়ার্ডে সকল পেশা শ্রেণীর মানুষের কাছে যেয়ে মেম্বার প্রার্থী হিসাবে সামর্থন ও দোয়া চাওয়াসহ তার প্রার্থীতা জানান দিচ্ছে। এছাড়া সম্ভাব্যমেম্বার প্রার্থী মাসুদ পারভেজ প্রতিদিন ভোলাব ৯ নং ওয়ার্ডের পাড়া-মহল্লা সহ ওয়ার্ডের বিভিন্নস্থানে যেয়ে তিনি তার প্রার্থী হিসাবে কুশল বিনিময়, মতবিনিময় অব্যহত রেখেছে। এফএননিউজ কে মাসুদ পারভেজ বলেন, আমি সারা জীবন মানুষের সুখ এ দুঃখে গুতুলিয়ার সব শ্রেনীর মানুষের পাশে দাড়িয়ে ছিলাম।ভবিষ্যতে ও তাদের পাশে দাড়াব।করোনা ভাইরাসের সংক্রমণ যখন ব্যাপক ভাবে বিস্তার লাভ করে তখন আমি আমার নিজের সাধ্যমতো গরীব দিনমজুর মেহনতী মানুষের পাশে চাল ঢাল নিত্য প্রজনীয় জিনিস পত্র দিয়ে সাহায্য সহযোগিতা করেছি। এলাকার সবার দোয়া নিয়ে সামনে মেম্বার পদে ভোট করতে চাই। আমি নির্বাচিত হতে পাড়লে গুতুলিয়াকে আধুনিক মডেল গ্রাম হিসেবে উপহার দিব

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে