প্রকাশ সরকার সুমন :

মোঃ আলমগীর হোসেনকে সভাপতি ও ফারুক হোসেন রাব্বিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)’র ২ বছর মেয়াদী ঢাকা মহানগর দক্ষিণ ৬৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার আসাফো’র আয়োজিত এক সভায় এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান মিজান। এ সময়ে উপস্থিত ছিলেন, আসাফো’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি শামসুদ্দিন খাঁন, ঢাকা-৫ উপ-নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আঃ আজিজ প্রধান, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম, ডেমরা থানা সভাপতি মোঃ আলমগীর হোসেন আকন্দ, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ মিয়া, সারুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ। সভায় মিজানুর রহমান মিজান বলেন, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন। এ সংগঠনের সুনাম সর্বত্রই বিদ্যমান। আমরা পরিচ্ছন্নভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি বলেই আমাদের সুনাম দেশের সর্বক্ষেত্রেই বিরাজমান। তিনি আরো বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ৬৮নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়া হল। যারা এই কমিটিতে অন্তর্ভূক্ত হয়েছেন প্রত্যেকেই আমাদের অন্যান্য শাখাগুলোর মতো সততা ও নিষ্ঠার সহিত কাজ করে যেতে হবে এবং আসাফো কেন্দ্রীয় সভাপতি সাইদুর রহমান সজল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এগিয়ে যেতে হবে।

 

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে