নিজস্ব সংবাদদাতা:আড়াইহাজার দুপ্তারা ইউপি নির্বাচনে মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন বতর্মান সফল মেম্বার এমরান মোল্লা। সারা দেশের মতো আগামী ২৬ তারিখ ইউপি নির্বাচনে আবারও সাধারণ মানুষের সমর্থন, দোয়াও ভোট প্রার্থনা করেছেন এমরান মোল্লা । আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউপি নির্বাচনে ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এমরান মোল্লা জানান, ২৬ শে ডিসেম্বর ইউপি নির্বাচনে মেম্বার পদে টিউবওয়েল মার্কায় আবারও সকলের দোয়া ও ভোট চাই। আমি নির্বাচনে জয়যুক্ত হয়ে এলাকার উন্নয়নের ধারা অবহত রাখতে অবহেলিত মানুষের সেবা করে যেতে চাই। ইউপি নির্বাচনে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত দুপ্তারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। বিগত দিনে করোনা ভাইরাসের সংক্রমণের সময় মানুষের পাশে দাড়িয়ে ছিলাম। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন। ইতিমধ্যে তিনি গ্রামকে ঢেলে সাজানোর মাস্টার প্লান তৈরি করছে গ্রামের মুরব্বি, শিক্ষিত ও তরুণ সমাজদের সমন্বয়ে।
প্রতিবেদকের সাথে একান্তকারী এক সাক্ষাতে তিনি জানান, দুপ্তারা ৮নং ওয়ার্ডকে ঢেলে সাজানোর লক্ষ্যকে সামনে নিয়ে একটি শোষনমুক্ত, দারিদ্র মুক্ত, শিক্ষাবান্ধব এবং বৈষম্যহীন আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ২৬ শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে টিউবওয়েল মার্কায় প্রার্থী হয়েছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ সর্বসাধারণের দোয়া ও সমর্থন কামনা করছি। এবং তিনি আরো বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি ন্যায়ের পক্ষে অবিচল থেকে গরীব, দুঃখী মেহনতি মানুষের সেবা ও এলাকার উন্নয়ন করে যাব ইনশাল্লাহ।