আজিজুল হক: দ্বিতীয় ধাপে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাবো, কায়েতপাড়া, মুড়াপাড়া, ভুলতা ও গোলাকান্দাইলসহ পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । আজ বৃহস্পতিবার ১১নভেম্বর সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ । প্রথম দিকে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি । আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরধারীর কারণে দু-একটি বিছিন্ন ঘটনা ব্যতিত কোন প্রকার হামলা, ভাংচুর, সহিংসতা ছাড়া সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা অব্দি অনুষ্ঠিত হয় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন । তাতে নতুন ভোটার, যুবক, বৃদ্ধ মহিলা-পুরুষ এবং অসুস্থ রোগীরাও নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই । ভোট দেয়া শেষে ভোলাব ইউনিয়ের ২নং ওয়ার্ডের নতুন ভোটার সামিয়া আক্তার সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সকাল থেকে লাইনে দাড়িয়ে একটু কষ্ট হয়েছে তবে আমার জাীবনের প্রথম ভোট আমার প্রছন্দের প্রার্থীকে দিয়েছি । মুড়াপাড়া ইউনিয়নের ব্রাক্ষণগাঁও এলাকার রিপন সরকার বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন গনতন্ত্রের অংশ । তাছাড়া আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব এই নীতি থাকলে সঠিক জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ থাকে । গোলাকান্দাইল এলাকার ৯নং ওয়ার্ডের দত্তেরকান্দি এলাকার ইব্রাহিম মিয়া বলেন, বিগত এক দশকেও এমন নির্বাচন দেখিনি । আজ নিজের ভোট নিজে দিলাম কিন্তু গতবার সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়েও দিতে পারলাম না । অন্য মানুষ জোড় করে ভোট মাইরা দিছে । ভুলতা এলাকার ১নং ওয়ার্ডের সত্তোরর্ধ ভোটার আব্দুল্লাহ বলেন, জীবনের শেষ ভোট কিনা জানিনা তবে সুষ্ঠু নির্বাচনের কথা শুনে ভোট দিতে আসছি । আর নিজের ভোট নিজে দিলাম । আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ । সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে ইউএনও শাহ নুসরত জাহান বলেন, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি । কতটা পেরেছি জানিনা ।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে