প্রকাশ সরকার সুমন : উত্তরার উজামপুরে চিত্র শিল্পীদের জলরঙ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত চলে এ প্রথম কর্মশালা। কর্মশালায় অংশ নেয় ৪৩জন চিত্রশিল্পী। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী এস,এম, ওয়াহিদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন আই,এ ডব্লিউ ( ইন আর্ট ওয়ার্ল্ড ) এর প্রতিষ্ঠাতা কাওসার হোসেন (বাংলাদেশ) প্রবীন কর্মকার (ভারত) মৌমিতা ঘোষ ( ভারত) বাংলাদেশে দায়িত্বরত মজিবুর রহমান রিপন, সমন্বয়কারী মহসিনহোসেন, শামসুজ্জামান লিন্টু, নাঈমাউল হোসনা সম্পা, মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ আলী। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন পলাশ দত্ত ও মাসুদ আহমেদ।  কর্মশালায় অংশগ্রহনকৃত চিত্র শিল্পীরা হলেন, সেলিম, ফাতেমা, নাজমূল, রেদওয়ান, পিংকি, নুহ, আউয়াল, সজীব, হ্যাপী, সামিহা, প্রীতি, সোনিয়া, পিলো, মনিরুল, মনোয়ারুল, দেলোয়ার, ধিমান, লোকমান,মানসি, আহসার, মধু, নুসরাত, মৌলি, বিজন,মনিরুজ্জামান,রুবেল, আব্দুর, নিপা, নেসার, ফারিসা, সায়মা ও অরিনসহ আরো অনেকে।

 

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে