প্রকাশ সরকার সুমনঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে গণপরিবহন ও জনসমাগম স্থলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যানবাহন চালক, হেলপার ও এলাকাবাসীর মাঝে ট্রাফিকের জনসচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়েছে। ওয়ারী ট্রাফিক বিভাগের আওতাধীন ডেমরা ট্রাফিক জোনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মাতুয়াইলের মেডিকেল মোড় সংলগ্নে একটি ফিলিং স্টেশন প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়। ডেমরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাবিয়ান মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ারী ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাইদুল ইসলাম (পিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ারী ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল। এ সময় আরও বক্তব্য রাখেন ডেমরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ ইমরান হোসেন মোল্লা, যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রবিউল ইসলামসহ অন্যরা।
প্রধান অতিথি ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাইদুল ইসলাম বলেন, নারীরা মায়ের জাতি, আর শিশুরা আমাদের ভবিষ্যত প্রজন্ম। তাই জাতির সম্মান ও দেশের বৃহৎ স্বার্থে গণপরিবহন ও জনসমাগম স্থলে নারী ও শিশুদের মর্যাদা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তাছাড়া গণপরিবহনে একজন চালক ও হেলপারই পারে নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে। তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক নানাবিধ চিত্র তুলে ধরে সুদীর্ঘ বক্তব্য রাখেন। এ সময়ে তিনি পরিবহন মালিক, চালক, শ্রমিক সকলকেই ট্রাফিক আইন মেনে নিয়মতান্ত্রিকভাবে সড়কে নিরাপত্তা বিধানে কাজ করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ দেশ আমাদের, দেশকে সুন্দর রাখার দায়িত্বও আমাদের সকলের।