প্রকাশ সরকার সুমন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে কদমতলী থানা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ৫৯ ওয়ার্ডের কদমতলী এলাকার মেরাজনগরের হাজী শরিয়ত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এ সভা
অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস। ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের ১নং যুগ্ন-সাধারন সম্পাদক আকাশ কুমার ভৌমিকের সভাপতিত্বে এবং শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। বিশেষ অতিথির
বক্তব্য রাখেন ঢাকা ৪ আসনের সাবেক সাংসদ সদস্য এ্যাড. সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-
সভাপতি দিলিপ কুমার রায়, যুগ্ন সম্পাদক মিরাজ হোসেন প্রমূখ। বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সহ ১৫ই আগষ্টে শাহাদাৎ বরনকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরন ও তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও
মোনাজাতের পর এক হাজার পাঁচশত মানুষের মাঝে খাবার বিতরন করা হয়েছে। এ সময়ে আরও উপস্থিত আওয়ামী লীগের শতশত নেতাকর্মীগন।