©ছন্দাবদ্ধ কবিতা ©

যেদিন বুকের পাঁজর ভেঙ্গে চলে গেছো সবিতা

সেদিন থেকে সুরে সুরে গান হয় না রচনা।

হয়না লেখা ছন্দাবদ্ধ কবিতা।

অজানা শঙ্কায় থেমে গেছে রচয়িতা।

একদিন ছিলো হৃদয়ের তন্দ্রীতে

তোলপাড় করা কথার ঝড়,

নিঃশব্দে সংগোপনে তোমার সাথে

হারিয়ে গেছে কবিতা লেখার দীপ্তপ্রহর।

ভাষা পায় না গান রচনার কথামালা ,

হয়না লেখা ছন্দাবদ্ধ কবিতা।

তোমায় হারিয়ে ক্ষত-বিক্ষত হৃদয়ের আঙিনা,

যেখানে দুঃসহ যন্ত্রনাময় তকতকে ঘা, মরন যন্ত্রনা।

হানিল হৃদয়ে মরনসম বিরহ-যাতনা,

যেখানে মরনব্যাধি হায় বেঁধেছে বাসা , ভালবাসার বঞ্চনা।

ভাষা পায়না শক্তি,পায়না সাধনা,

হয়না লেখা ছন্দাবদ্ধ কবিতা।

নারী-পুরুষে,স্বামী-স্ত্রীতে শুধু প্রেম-ভালবাসা হয়,

এ মানবজাতির ভ্রান্ত বিশ্বাস।

ভালোবাসার প্রতি নোংরা ইঙ্গীত দিতে নিশিদিন রয়

কুজনে প্রশ্নবিদ্ধ ভালোবাসার নিঃশ্বাস।

বোধের অনুভূতি ও পাত্রভেদে

সব ভালোবাসার সবটাই মায়াজালের প্রেম।

সংস্পর্শে থাকা কেউ বাঁধন ছিঁড়ে দুরে গেলে

যন্ত্রণার নরক হয় মায়াঘেরা হেরেম।

বিশ্বাস-ভালবাসা যদি হয় মরনব্যাধি,প্রবঞ্চনার নাম

সে জ্বালা যন্ত্রণা হায় কী করে রুধি বলনা ?

ভাষা পায় না বাঁচার প্রেরণা,

কলম পায় না শক্তি,লেখার তাড়না,

হয়না লেখা ছন্দাবদ্ধ কবিতা।

জাহানারা সরকার

 

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে