প্রকাশ সরকার সুমন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৬তম শাহাদারৎ বার্ষিকী উপলক্ষে ডেমরায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরন কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে ৬৪নং ওয়ার্ড যুবলীগ সোমবার সন্ধ্যায় কোনাপাড়ার শাহজালাল রোড এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এ সময় চার শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানার সভাপতিত্বে এবং ৬৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক এস,এম সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, মো: নবী নেওয়াজ, জসিম মাতব্বর,কার্যনির্বাহী সদস্য এবিএম আরিফ হোসেন, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এইচ,এম রেজাউল করিম রেজা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট ও ২১ শে আগষ্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।