প্রকাশ সরকার সুমন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ ডেমরা থানা কমিটির আয়োজনে মঙ্গলবার বিকেলে ডগাইর বাজার এলাকায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মো: তাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ¦ কামরুল হাসান রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা অফিসার্স ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন। স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুব আলম ফয়সালের সঞ্চালনায় এ সময়ে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিফাত সাদেকীন চপল,আরাফাত হোসেন সুজন, মো: মামুন, নাদিম, মেহেদী হাসান, মো: রিপন, মো: সুমন শেখ, মো: জামাল, মো: রিপন প্রমূখ। বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ই আগষ্ট ও ২১শে আগষ্টে গ্রেনেট হামলায় নিহত সকল শহীদদের বিন¤্র শ্রদ্ধায় স্মরন করে তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে খিচুরী বিতরন করা হয়েছে।