প্রকাশ সরকার সুমন: কোভিড ১৯ পরিস্থিতিতে ডেমরায় অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন ৬৭ ও ৬৮নং ওয়ার্ড আওয়ামীলীগ। ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের সার্বিক ব্যবস্থাপনায় ৫ মে বুধবার বিকেলে সারুলিয়া রানীমহলের পশ্চিম পাশের্ প্রায় সাত শতাধিক অসহায় মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়।
সারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও ৬৭নং ওয়ার্ড শালিশী উন্নয়ন কমিটির আহবায়ক আলহাজ¦ আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু। এ সময়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও ৬৭নংওয়ার্ড উন্নয়ন শালিশী কমিটির সদস্য সচিব আলহাজ¦ মোহাম্মদ সামসুদ্দিন খাঁন, ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু, ৪৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, সারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী,আওয়ামী মহিলালীগ ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ন-সম্পাদক রোখসানা আক্তার, আসাফো ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, রাশিদা আক্তার শান্তা, ৬৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল পাবভেজ প্রমূখ।