ডেমরা যাত্রাবাড়ি প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ৬৮নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান পলিনের আয়োজনে রাজধানীর ডেমরার সারুলিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কাউন্সিলর এর নিজ বাস ভবনের হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঢাকা ৫ আসনের সাংসদ পূত্র খায়রুল আলম রনি,  শাহ রেজাউল মাহমুদ, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ প্রধান, ডেমরা থানা অফিসার্স ইনচার্জ  শফিকুর রহমান পিপিএম, সোনারগাঁ থানার ওসি তদন্ত মো: সাইফুল ইসলাম, ডেমরা থানা ওসি তদন্ত ফারুক মোল্লা, ডেমরা থানা ইন্সপেক্টর অপারেশন সুব্রত কুমার পোদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম,এ বাশার মনির, সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দুলাল খান, সাবেক ইউপি সদস্য জসিমউদ্দিন মজুমদারসহ ওয়ার্ডের ৯ শতাধিক রোজাদার ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয়।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে