প্রকাশ সরকার সুমন ঃ ঢাকা ৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুকে জাকজমকপূর্ন অনুষ্ঠানের গনসংবর্ধনা প্রদান করা হয়েছে। ডিএসসিসি’র ৬৭নং ওয়ার্ড উন্নয়ন ও শালিস কমিটির উদ্যোগে রবিবার বিকেলে ডেমরার শুকুরশী ঈদগাঁহ সংলগ্নে বালুরমাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৬৭নং ওয়ার্ড উন্নয়ন ও শালিস কমিটির আহবায়ক আলহাজ¦ আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে এবং যুগ্ন- আহবায়ক জয়নাল হাজারীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মনিরুল ইসলাম মনু। ৬৭নং ওয়ার্ড উন্নয়ন ও শলিস কমিটির সদস্য সচিব আলহাজ¦ মোঃশামসুদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন,৬৭,৬৮,৬৯নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, সাবেক মহিলা কাউন্সিলর হোসনে আরা শাহীন, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)কেন্দ্রীয় কমিটির সাধ্ধসঢ়;রন সম্পাদক শাহাদাত হোসেন লিটন,আসাফো ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মিজানুর রহমান মিজান, ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ, যুগ্ন- সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন শান্ত,আওয়ামী মহিলালীগের নেত্রী রাশিদা আক্তার শান্তাসহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি কাজী মনিরুল ইসলাম মনু বলেন,ফুলের শুভেচ্ছায় জনগন আমাকে গ্রহন করেছেন। আমি জনগনের কাছে চিরকৃতজ্ঞ। একজন সাংসদ হয়ে আমি আমার এলাকার জনগনকে নিয়ে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে এলাকার আমূল পরিবর্তন আনবো। তিনি আরও বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে