প্রকাশ সরকার সুমন: রাজধানীর ডেমরায় প্রতিবন্ধী শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন করা হয়েছে। সেবামূলক সংগঠন এস,কে, চাইল্ড কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ৬৮নংওয়ার্ডের হাজীনগরস্থ হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে একশত বিশ জন প্রতিবন্ধী শিশুসহ তিন শতাধিক অসহায় মানুষের মাঝে এ খাবার বিতরন করা হয়। সংগঠনের উপদেষ্টা মো: শেখ অসিম উদ্দিন অপু’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো; মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন।বিশেষ অতিথি ছিলেন ৬৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফ ইকবাল, সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মাইনুদ্দিন মুকুল। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ শেখ শারমীন সাথী,আওয়ামী হকার্স লীগ ডেমরা থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম আকরাম, স্বপ্নধারা সংঘ এর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন টিটু,নাসিমা আক্তার জোতি,নাসিমা আক্তার লিছুসহ অন্যরা। প্রধান অতিথি ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন বলেন প্রতিবন্ধী শিশুরা আমাদেরই সন্তান। অবহেলা নয় তাদের প্রতি আমাদের যত্নবান হতে হবে। তাদের প্রতিভা ও মেধা বিকাশে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এ শিশুদের মধ্যে অনেকেই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জল করবে।
মো: মিজানুর রহমান ও শেখ শারমীন সাথী বলেন সুবিধাবঞ্চিত মানুষের সেবা করার লক্ষ ও উদ্দেশ্য নিয়েই এস,কে চাইল্ড কেয়ার ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনগুলোতেও আমরা বৃহৎ কর্মসূচীর মাধ্যমে অত্র অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের নানাভাবে সহযোগীতা করার জন্য সংগঠনের সকল সদস্য মিলেমিশে নি:স্বার্থভাবে কাজ করে এসব মানুষের মুখে হাঁসি ফোঁটানোর চেষ্টা অব্যাহত রাখবো।