ডেমরা প্রতিনিধি : ডেমরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আবু নঈম খন্দকারের আয়োজনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশির সার্বিক সহযোগীতায় মঙ্গলবার রাতে ৬৮নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। এ সময়ে আলোচনা ও কেক কাটার মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুখী সমৃদ্ধময় জীবন কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিযন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম খন্দকার, বঙ্গবন্ধু পরিষদ ডেমরা থানা সভাপতি ভূইয়া মোহাম্মদ শরীফ, ডেমরা ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন লিটন, বঙ্গবন্ধু পরিষদ ৬৮নং ওয়ার্ডের আহবায়ক আব্দুল হাই জিন্টু, ৬৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আহাম্মদুর রহমান রিফাত, শফিজুল ইসলাম,৭০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিলন দাস,মহিলা নেত্রী আনোয়ারা, হাবিবা প্রমূখ। প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলহাজ¦ আবু নঈম খন্দকার বলেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতি পূরস্কার প্রাপ্তিতে আমরা গর্বিত। এ মর্যাদা অর্জনে জননেত্রী শেখ হাসিনা বিশ^ মানচিত্রে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আরও বলেন জাতির পিতার আদর্শ অনুসরন করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নিরলস প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি শান্তিপূর্ণ ও সুন্দর ভবিষতের দিকে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে পেয়ে সমগ্র জাতি আজ গর্বিত।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে