প্রকাশ সরকার সুমন ঃ রাজধানীর ডেমরায় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে সামাজিক-
সেবামূলক সংগঠন দবির উদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন ও শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ সারুলিয়া শাখা। ডিএসসিসি’র ৬৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় সারুলিয়ার মা হলি টাওয়ারের নীচতলায় এ কর্মসূচী পালন করা হয়। আলহাজ¦ আবু নঈম খন্দকারের সভাপতিত্বে এবং খন্দকার আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানা অফিসার ইনচার্জ খন্দকার মোঃ নাসির উদ্দিন, দবির উদ্দিন আহম্মেদ ফাউন্ডেশনের সভাপতি গোলাম আহম্মেদ টিটু, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ সারুলিয়া শাখার ম্যানেজার আব্দুল কাদের মাসুদ, যাত্রাবাড়ি থানা আওয়ামীলীগ নেতা মোঃ ফারুক খান, নর্থ-সাউথ ইউনির্ভাসিটির প্রভাষক ড, জেমী মোহাইসিন।
এ সময়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হাই জিন্টু, আবুল হোসেন ভূইয়া, মোঃ সিরাজুল ইসলাম, কৃষকলীগ ডেমরা থানার সাবেক আহবায়ক ভূইয়া মোহাম্মদ শরীফসহ শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও দবির উদ্দিন আহম্মেদ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেহরীন মোস্তফা দিশি বলেন, মানব সেবার ব্রত নিয়েই দবির উদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন দু;স্থ মানষের সেবা করে আসছে দীর্ঘদিন পূর্ব থেকে। আজ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হলো। আমাদের এ কর্মে সহযোগীতার হাত প্রসারিত করেছেন শাহজালাল ইসলামী ব্যাংক। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সরকারের পাশাপাশি সামাজিক ও সেবামূলক সংগঠনগুলো হত-দরিদ্র মানুষের প্রতি সহযোগীতার হাত
প্রসারিত করলে হত-দরিদ্রদের দুঃখ-কষ্ট অনেকটা লাঘব হবে।