আজিজুল হকঃ বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের উদ্যোগে শুক্রবার বিকেলে সংগঠনের মতিঝিলস্থ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও তাঁর পরিবারবর্গের সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি কাজি নেয়ামুল বশিরের সভাপতিত্বে। সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন- ড. সেলিম মাহমুদের বড়ভাই আবুল কালাম আজাদ, সংগঠনের উপদেষ্টা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন মো. ইউসুফ মিয়া, প্রেসিডিয়াম মেম্বার তানভীর আলাদিন, কামরুল হাসান ও সোনিয়া আক্তার, আওয়ামী লীগ নেতা মো. সরোয়ার মামুন চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ভুঞা, সহ-সম্পাদক হাবিবুর রহমান বাবু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সারোয়ার কামাল, মো. সালাউদ্দিন ও সুমি আক্তার প্রমুখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ড. সেলিম মাহমুদ ও তাঁর পরিবারের সদস্যদের আশু রোগমুক্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচলনা করেন- রাজধানীর কোনাপাড়াস্থ মাদরাসাতুল দৃষ্টি প্রতিবন্ধীর শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম।