প্রকাশ সরকার সুমন : র্দীঘ রাজনৈতিক জীবনে কঠোর পরিশ্রম এবং ত্যাগ-তিতিক্ষার ফল পেলেন গোলাম মোস্তফা। সদ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছােসবক লীগের র্পূণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক এই নেতা! ৭ই সেপ্টেম্বর ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল র্আকাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা। স্বেচ্ছাসেবক লীগের এই নেতার বাড়ি ময়মনসিংহ রাজগৌরীপুর থানার ১নং মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামে।রাজনৈতিকভাবে আওয়ামী পরিবারের সন্তান । গোলাম মোস্তফা অত্যন্ত মেধাবী, বিনয়ী এবং উচ্চ শিক্ষিত। স্কুল জীবন থেকেই এলাকায় জনপ্রয়ি হয়ে উঠেন তিনি। এলাকায় বখাটেদের উৎখাত এবং গাঁজা-মাদক নির্মুলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক র্কাযক্রমে অগ্রণি ভূমকিা পালন করতে দেখা যায় তাকে। উচ্চ মাধ্যমকি পাশ করে গোলাম মোস্তফা র্ভতি হন ময়মনসিংহের স্বনামধন্য প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে। সেখান থেকে অত্যন্ত সাফল্যের সঙ্গে কৃতর্কায হয়ে জগন্নাথ বিশ্ববদ্যিালয়ে ভর্তির সুযোগ পান। পুরোনো ঢাকার ঐতহ্যিবাহী এই বদ্যিাপীঠে পড়ার সময় ছাত্রলীগের মিছিল-মিটিংএ সক্রিয় ছিলেন। তার মতো ত্যাগী-পরিশ্রমী এবং ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় নেতৃত্বকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছসেবক লীগের সম্পাদকমণ্ডলীর ১৮তম পদ ডিজিটাল র্আকাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মোস্তফার পুরো গ্রামসহ মইলাকান্দা ইউনয়িন এমনকি গৌরীপুরের রাজনীতি সচেতন এবং নেতার্কমীদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস বইছে। পরিশ্রম আর যোগ্যতার মূল্যায়ন করায় তারা সকলেই খুশি এবং দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। এ ব্যাপারে তার এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল কালাম বলনে, ‘সে অত্যন্ত ভালো মনের মানুষ। এলাকার র্সবত্রই তার নাম-ডাক রয়েছে। তাকে নিয়ে আমরা র্দীঘদনি ধরইে স্বপ্ন দেখে এসছেলিাম। নিজেকে সঠিক জায়গায় প্রতষ্ঠিতি করে আজ সে আমাদের র্গবিত করছে। আমার বিশ্বাস দলের এই পদের সঠিক ব্যবহার করে ভবষ্যিতে সে অনেক দূর এগিয়ে যাবে। আওয়ামী লীগের আরেক বয়োজ্যেষ্ঠ নেত ইদ্রসি আলী বলনে, ‘গোলাম মোস্তফা আমাদরে মুখ উজ্জ্বল করেছে। সে আমাদের এলাকার র্গব এবং অহংকার। আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠনের এই পদ আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবেরও। সেজন্য আমরা স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন সহ কমিটি গঠনে সংশ্লিষ্ঠ সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।