নিজস্ব সংবাদদাতাঃ   তিতাস গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন তিন বছর মেয়াদের জন্য গঠিত হয়েছে্ ।বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সাধারণ সদ্স্যদের সর্ব সম্মতিক্রমে ২০২১-২০২৪সালের জন্য জন্য সভাপতি হিসেবে প্রকৌ:মো সেলিম মিয়া,ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলমকে নির্বাচিত করা হয়।কমিটি র অন্যন্যা নেতৃবৃন্দ হলো   সিনিয়র সহঃসভাপতি সৈয়দা আতিয়া বিলকিস, সহঃসভাপতি প্রকৌ:সত্যজিৎ ঘোষ ও সৈয়দ নাসির উদ্দিন আহাম্মদ,যুগ্ন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম হাওলাদার ও প্রকৌ:মো:আলী তারেক,সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌ:মো: সাকির আহমেদ, অর্থ সম্পাদক পদে হাসান মাহমুদ,দপ্তর সম্পাদক পদে মো:মুরাদুজ্জামান,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রকৌ:ইমরুল কায়েস রাফি  নির্বাচিত হয়েছে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে