নরসিংদীতে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

0

আলম খান(নরসিংদী)

করোনাকালিন পরিস্থিতিতে নরসিংদীর জেলার সাংবাদিকদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুরে শিশু একাডেমির হল রুমে এ ২৭জন সাংবাদিকদের মধ্যে এ চেক বিতরণ করা হয়। বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও নরসিংদী প্রেস ক্লাবের সহযোগিতায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোল্লাজালাল।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি বাবু মাখন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া,নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার),পিপিএম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর মহাসচিব শাবান মাহমুদ, দৈনিক সমকাল পত্রিকার নগর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী। আরও বক্তব্য রাখেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী,ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি মনির হোসেন লিটন,নরসিংদী সংবাদ পরিষদ (এনএসপি)’র সভাপতি হারুন-অর-রশিদ,নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান শৃধা,নরসিংদী আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান শাহিন,নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি বাবু নিবারণ রায় প্রমূখ।

 

 

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে