প্রকাশ সরকার সুমন:তথ্য দিন, সেবা নিন” এ স্লোগানকে সামনে রেখে এলাকার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ-২০২১ইং উপলক্ষ্যে ডেমরায় পুলিশের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানার উদ্যোগে বুধবার দুপুরে ডেমরা পুলিশ ফাঁড়ি থেকে একটি র‌্যালি বের হয়ে এলাকার গরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিতে একযোগে অংশগ্রহন করেন ডেমরার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতা নের্তৃরাসহ এলাকার সর্বস্তরের জনগন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দ্বীন মোহাম্মদ, সহকারী পুলিশ কমিশনার (এসি-পেট্রোল) আবুল কালাম ,ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) ইসমাইল হোসেন, ইন্সপেক্টর অপারেশন মো. নূরে আলম সিদ্দীকি, ডেমরার ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কুদ্দুসসহ অন্যান্য পুলিশ সদস্যরা।র‌্যালিতে পুলিশ কর্মকর্তারা বলেন, এ র‌্যালির মাধ্যমে আমরা ডেমরা থানা এলাকার সকল বাড়ীর মালিক ও ভাড়াটিয়াদের তথ্য নিবন্ধন ফরম পূরণ করে
পুলিশের কাছে জমা দেওয়ার জন্য আহবান জানাচ্ছি। এ লক্ষ্যে আমরা সকলের সহযোগীতাও কামনা করছি। আর নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ-২০২১ সফল হলে পুলিশ সহজেই অপরাধীদের চিহ্নিত করতে পারবে। সেই সঙ্গে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকবে এবং এলাকাবাসিও শান্তিতে বসবাস করতে পারবেন।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে