আজিজুল হক ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে সুতা তৈরির কারখানায় ভয়াবহ আগুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকার সিম গ্রুপের আজলাম বিস্কুট তৈরির কারখানা ও সিম ফ্রেব্রিক্সের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।অগ্নিকান্ডে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন কারখানা কর্তৃপক্ষ।আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, আড়াইহাজার, সারুলিয়া ও মাধবী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সিম গ্রুপের বিস্কুট ও তুলা থেকে সুতা তৈরীর কারখানায় হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে শ্রমিকরা আগুন আগুন বলে চিৎকার করে বাইরে বেরিয়ে যায়। স্থানীয় শ্রমিকরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।অগ্নিকান্ডের খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার, সারুলিয়া ও মাধবী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ-আলম বলেন, কাঞ্চন, আড়াইহাজার, সারুলিয়া ও মাধবী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে সোয়া ১০ টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নারায়ণগঞ্জ সহকারী পুলশি সুপার মাহনি ফরাজী, রূপগঞ্জ উপজলো নির্বাহী অফসিার শাহ্ নুসরাত জাহান, ওসি মহসনিুল কাদরি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে