রফিক ইসলাম: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগের দুই শিক্ষার্থী মোহাম্মদ তারেক ও সাইফুল ইসলাম নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনটিএনইউ)’তে বায়োটেকনোলজি বিভাগে এমএস লিডিং টু পিইচডি প্রোগ্রামের জন্য শতভাগ স্কলারশিপ পেয়েছেন। চলতি সেমিস্টার থেকে তারা উক্ত প্রোগ্রামে উচ্চ শিক্ষা শুরু করবেন। শিক্ষার্থীদের এমন অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মেসবাহ কামাল এবং স্কুল অব সায়েন্সের ডিন ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শুভময় দত্ত। রোববার (২৯ আগস্ট) দুপুরে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দুই শিক্ষার্থী মোহাম্মদ তারেক ও সাইফুল ইসলাম মাইক্রোবায়োলজি বিভাগ ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞ। এখানে ভাল মানের ল্যাব, ল্যাব ইকুইপমেন্ট, পড়ালেখার সুন্দর পরিবেশ আছে। বিশেষত অভিজ্ঞ টিচারদের কথা বলবো, তাঁদের নির্দেশনায় আমরা আমাদের স্বপ্ন পূরণে সক্ষম হয়েছি। শুরু থেকেই গবেষণায় আমাদের উৎসাহিত করা হয়। বাংলাদেশ অ্যাটোমিক এনার্জি কমিশন, আইসিডিডিআরবি, বিআইআরডিইএম, বিসিএসআইআর,আইপিএইচ, স্কয়ার হসপিটাল (Bangladesh Atomic Energy Commission, ICDDRB, BIRDEM,BCSIR, IPH, Square Hospital, Apollo Hospital) এর মতো প্রতিষ্ঠানে আমরা গবেষণা ল্যাব ব্যবহার করার সুযোগ পেয়েছি। বিশেষভাবে আমাদের চেয়ারম্যান স্যার প্রফেসর ড. শুভময় দত্ত স্যারের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।” স্কুল অব সায়েন্সের ডিন ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শুভময় দত্ত বলেন, “আমাদের মাইক্রোবায়োলজি বিভাগ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই আছে। ১৭ জন অভিজ্ঞ শিক্ষক যাদের রয়েছেন যারা আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়শিয়ায় উচ্চতর ডিগ্রি নিয়েছেন। এছাড়া প্রায় ৭০০ শিক্ষার্থী নিয়ে আমাদের বিভাগ দেশের সর্ববৃহৎ মাইক্রোবায়োলজি বিভাগ। আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

 

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে