নাজরাতুন না্ইম : ইংরেজি ও চাইনিজ ভাষা শিক্ষার কোর্সের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার প্রোগ্রাম। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মেসবাহ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, সাবেক সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জনাব রায়হান আজাদ। এছাড়া মিডিয়া ব্যক্তিত্ব, ডিবিসি নিউজ চ্যানেলের প্রধান নির্বাহী জনাব মো. মঞ্জুরুল ইসলাম; সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছায়ানটের সংগীত শিল্পী ও ভারতের পশ্চিম বঙ্গের নজরুল পদক প্রাপ্ত শিল্পী ও লেখক জান্নাত-ই-ফেরদৌসী এবং ইউনেস্কোর আর্ন্তজাতিক ডান্স কাউন্সিলের সদস্য এবং ‘তুরঙ্গামী’র পরিচালক বিশিষ্ট নৃত্য-শিল্পী পূজা সেনগুপ্ত সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব আসাদুজ্জামান নূর, এমপি বলেন, “শিক্ষার লক্ষ্য মানবিক জীবন দেয়া। মানুষের মধ্যে মানবিক বোধ তৈরি করা। তবে এমন অনেকেই আছে যারা বিদেশে পড়াখেলা করতে গিয়ে সেখানেই স্থায়ী হয়ে যান। ৩/৪ বছর পর একবার আসেন। তারপর যখন বাবা-মা মারা যান তারা দেশে এসে পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দিয়ে আবার চলে যান। এমন সন্তান আমরা চাই না।” তিনি আরো বলেন, “সংস্কৃতবান মানুষ দুর্নীতি, কারো সাথে দুর্ব্যবহার, অন্যায় করতে পারেন না। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ভাষা ও সংস্কৃত ইনস্টিটিউট খুলছে। আর কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এমন ইনস্টিটিউট আছে বলে আমার জানা নেই। এই ইনস্টিটিউট সংস্কৃতবান ও বিবেকবান মানুষ তৈরি করবে এটি আমার বিশ্বাস। এই ইনস্টিটিউটের উত্তরোত্তর সাফল্য কমনা করছি।সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মেসবাহ কামাল বলেন, “শুধু রাজনৈতিক কারণে নয়, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ সৃষ্টির সঙ্গে আমাদের আজকের প্রোগ্রামের মিল রয়েছে। আর আমাদের এই ভাষা-সংস্কৃতি প্রোগ্রামের যাত্রা শুরু হলো সংস্কৃতির মহান ব্যক্তিত্ব জনাব আসাদুজ্জামান নূর, এমপি মহোদয়ের হাত ধরে।” তিনি আরো বলেন, “আমি মনে করি ভাষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুর্বলতা দূর করে চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে শোনা, বলা, পড়া ও লিখায় দক্ষতা অর্জন করে বিদেশে উচ্চ শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে নিজেদের এক ধাপ এগিয়ে রাখতে পারবেন শিক্ষার্থীরা। প্রাথমিক ভাবে অক্টোবর-ডিসেম্বর ২০২১ সেশনে চাইনিজ ও ইংরেজি ভাষার ওপর প্রাইমএশিয়া ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের অধীনে তিন মাসের সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। পরবর্তী সেমিস্টার থেকে জাপানী, কোরিয়ান, অ্যারাবিক, হিন্দি, ফ্রেঞ্চ, জার্মান ও রাশিয়ান ভাষা শিক্ষা কোর্স এবং বিদেশিদের জন্য বাংলা কোর্স চালু করা হবে। এছাড়া কালচার সেগমেন্টে থাকবে মিউজিক, ডান্স ও ড্রামা কোর্স। এরই মধ্যে ইনস্টিটিউট অব কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ (আইএলসি)-এর অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল এবং শিগগিরই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে এই ইনস্টিটিউটের অনুমতি পাওয়া যাবে।” এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জনাব রায়হান আজাদ। এই সময় তিনি এই প্রোগ্রাম আয়োজক ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ইংলিশ মিডিয়ামের অনেক শিক্ষার্থী ঠিকঠাক বাংলা জানে না। তারা এই প্রোগ্রামের মাধ্যমে এখানে বাংলাও শিখতে পারবে। অন্য যে ভাষাসমূহ এখনে শেখানো হবে তা শিখে আমাদের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিনিধিত্ব করতে পারবে বলে আমি বিশ্বাস করি।” অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা এবং মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আরিফাতুল কিবরিয়া। এছাড়া বিভাগীয় প্রধানগন, প্রশাসনিক প্রধানগণ, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।