প্রকাশ সরকার সুমন ঃ বকেয়া পরিশোধ ও রাষ্ট্রীয় পাটকলগুলো পুণরায় চালু করার দাবীতে ডেমরায় সভা করেছে লতিফ বাওয়ানী জুট মিলস ও করিম জুট মিলের অস্থায়ী বদলী শ্রমিকেরা।সোমবার সকালে ডেমরার কামারগোপ সরকারী প্রাথমিক
বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা করা হয়। শ্রমিক নেতা মো: সিরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রীয় ২৫ জুট
মিলের শ্রমিক আন্দোলনের সমন্বয়ক রুহুল আমিন। এ সময়ে আরও বক্তব্য রাখেন ইউ,এম,সি জুট মিলের শ্রমিক নেতা ফারুক
খাঁন, লতিফ বাওয়ানী জুট মিলস বদলী শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি সালাউদ্দিন আহমেদ, যুগ্ন-সাধারন সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, করিম জুট মিলের বদলী শ্রমিক সংগঠনের সভাপতি গোফরান মিয়া, সহ-সম্পাদক মো: এরশাদ,লতিফ বাওয়ানী জুট মিলের বদলী শ্রমিক সংগঠনের সহ-সভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম,মো:আশিকুর রহমান, মো: মাসুদ প্রমূখ। বক্তারা বলেন পাটকল বন্ধ হওয়ায় কর্ম হারিয়ে শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। শ্রমিকদের চোখের পানী নিরবে ঝড়ছেই।শ্রমিকদের কষ্টের কথা বিবেচনা করে অবিলম্বে ন্যায্য পাওনা পরিশোধ করা হউক। তারা আরও বলেন বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধর সরকার। তিনি শ্রমিকদের দুঃখ এবং কষ্ট লাঘবেই সর্বদা কাজ করে যাচ্ছেন। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বিনীত প্রার্থনা জানাচ্ছি পাটকল অস্থায়ী শ্রমিকদের বকেয়া এরিয়ার টাকা,লকডাউন চলাকালীন সময়ের বকেয়া সপ্তাহ, মানবিক দিক বিবেচনা করে প্রত্যেক শ্রমিককে এক লক্ষ টাকা অনুদান প্রদান, ৯টি উৎসব বোনাস প্রদান, ৫ সপ্তাহের বকেয়া, ৯টি বোনাস, ৫টি বৈশাখী ভাতা ও ২দিনের মজুরী পরিশোধ করে পাটকলগুলো পুনরায় চালু যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন। অন্যথায় আগামী ৩০ জুন শ্রমিকদের দাবী আদায়ের লক্ষে ঢাকার রাজপথে প্রতিটি জুটমিলের শ্রমিকেরা বৃহত্তর কর্মসুচী পালন করবে।