প্রকাশ সরকার সুমন ঃ বরেন্য লেখক-নাট্যজন শেখ আকরাম আলী ও যাত্রাশিল্পী অমূল্য ঘোষের স্মরনে স্মরনসভা ও নাটক মঞ্চায়ন করেছে স্বনামধন্য নাট্য সংগঠন জেনেসিস থিয়েটার। ২৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় বাংলাদেশ
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার ষ্টুডিও থিয়েটার হলে এ অনুষ্ঠান-অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে শেখ আকরাম আলী রচিত ”শহীদ মিনার থেকে” মঞ্চস্থ হয়েছে। রিফাত আমিন ও সানজিদা রোজ এর সঞ্চালনায় এবং জেনেসিস থিয়েটারের সভাপতি নূর হোসেন রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ম, হামিদ। বিশেষ অতিথি ছিলেন বরেন্য যাত্রা ব্যক্তিত্ব মিলন কান্তি দে, নাট্যজন আব্দুল আজিজ,খন্দকার শাহ-আলম খন্দকার, প্রদীপ ঘোষ। অনুষ্ঠানে বক্তরা ৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদদের
গভীর শ্রদ্ধায় স্মরন করেন এবং শেখ আকরাম আলী ও যাত্রাশিল্পী অমূল্য ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন
পূর্বক তাদের কর্মময় জীবনের বিষদ বর্ননা করে সু-দীর্ঘ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে শহীদ মিনার থেকে নাটক
মঞ্চস্থ হয়।