প্রকাশ সরকার সুমন: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি আলহাজ¦ কামরুল হাসান রিপনের রোগমুক্তি কামনায় ডেমরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাত হোসেন সুজনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ডেমরার সারুলিয়াস্থ মহাব্বত আলী শপিং কমপ্লেক্ধসঢ়;্র এ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে কামরুল হাসান রিপনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবুল হোসেন ভূইয়া, মোঃ ফরিদ উদ্দিন মিয়া, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মিজানুর রহমান মিজান,সাবেক ছাত্রনেতা আজিুজুল হক মিঠু, জাকির হোসেন লিমন,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর
দক্ষিনের সহ-সম্পাদক নূরু রহমান মুকুল, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা-সভাপতি মাসুম বিল্লাহ, আওয়ামীলীগ নেতা কামাল হোসেনসহ সেব্ধসঢ়;চ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মীগন। আরাফাত হোসেন সুজন বলেন বাংলাদেশ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি আলহাজ¦ কামরুল হাসান রিপন কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনজাতের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার নিকট বিশেষ প্রার্থনা জানালাম। তিনি যেন খুব তারাতারি আমাদের প্রাঁনের নেতাকে সুস্থ করে তোলেন। তিনি আরও বলেন করোনা মহামারীর শুরু থেকেই নিজের জীবন বাজি রেখে কামরুল হাসান রিপন মানুষদের নানাভাবে সহায়তা করার জন্য মাঠ পর্যায়ে কাজ করেছেন। মহানগরের বিভিন্ন ওয়ার্ডের মানুষদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছেন। আজ তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত
হয়েছেন। তার রোগমুক্তির জন্য আমরা সকলের নিকট দোয়া কামনা করছি।