ডেমরা প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি আলহাজ¦ কামরুল হাসান রিপনের রোগমুক্তি কামনায় ডেমরায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিনের নেতৃবৃন্দের নির্দেশে এবং ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাত হোসেন সুজনের ব্যবস্থাপনায় শুক্রবার ডিএসসিসি’র সারুলিয়া বায়তুন মেরাজ জামে মসজিদ, বায়তুল কায়সার জামে মসজিদ, দারুন্নাজাত সিদ্দিকীয়া জামে মসজিদ, হাজী রহমতউল্লাহ জামে মসজিদ. রসুলনগর জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদসহ বিভিন্ন ওয়ার্ডের মসজিদ গুলেতে
এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে কামরুল হাসান রিপনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আরাফাত হোসেন সুজন জানায়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি আলহাজ¦ কামরুল হাসান রিপন কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার রোগমুক্তি কামনায় বিভিন্ন ওয়ার্ডের মসজিদগুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিনের নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক এ দোয়ার আয়োজন করা হয়। তার পরিবারের পক্ষ থেকেও কামরুল হাসান রিপনের রোগমুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে। সুষ্টিকর্তার অশেষ দোয়া ও জনগনের দোয়ার বরকতে যেন আমাদের প্রিয় নেতা দ্রুত আরোগ্য লাভ করবেন সে প্রত্যাশা রাখছি। সুস্থ হয়ে তিনি যেন পূর্বে ন্যায় জনগনের কল্যানে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যেতে পারেন সে প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমার প্রিয় নেতার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।