ডেমরা প্রতিনিধি ঃ আট দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো: হারুন অর রশীদ বলেন ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে কারিগরি ও মাদরাসা দুই বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা
করার দাবীসহ বেসরকারী শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান,সরকারী নিয়মে মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান,স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও ভূক্তকরন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তকরন এবং মুজিব শতবর্ষে মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট আয়ের ২০ শতাংশ বরাদ্দের দাবী জানাচ্ছি। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব শান্ত ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন
সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম,সুলতান
আহমেদ,ফকরুল ইসলাম,শাহ মাহমুদ কবির,আব্দুস সাকুর,সুরুজ্জামান, অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার,সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম প্রমূখ।