বিশ্বাসী দুরবীন
জাহানারা সরকার
তুমি জান?তুমি কার হৃদয়ের রানি/রাজা?
সেই হৃদয় মন্দিরের বন্ধু সাজা- খুব সহজ কথা নয়।
সেই হৃদয়ের বন্ধু হলে-হবেই হবে,
তোমার আপন ভূবন স্বর্গ-শান্তিময়।
দিব্যি করে বলতে পারি,
তুমিই হবে সেই সুখ স্বর্গময়
রাজ্যপাটের রানি/রাজা।
তুমি হবে তার হৃদয় রাজ্যের প্রজা।
তার হৃদয়ও হবে,তোমার আলোর নতুন ভূবন।
তুমি হবে তার হৃদয় রাজ্যের ফুল ফোটানো শোভন।
পর হবে না কেউ কারো কেউ
আসলে আসুক দুর্বিপাকের দিন,
মনটা যদি হয় একে অন্যের – বিশ্বস্ত মনের বিশ্বাসী দূরবীন।
অনুভূতির স্বচ্ছ অনুভব হবে সেই দুরবীনের ফোকাস,
বিশ্বাস হবে দুই হৃদয়ের আসল হিসাব-নিকাশ।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে