প্রকাশ সরকার সুমন:
লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ পক্ষ ও বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০২০ উপলক্ষ্যে রাজধানীর ডেমরায় মতবিনিময় ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ডেমরার আমতলা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৩৩ প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি) প্রকল্প-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সোসিও ইকোনোমিক এন্ড নিউট্রিশন এক্সপার্ট নাজিয়া জাবীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওই প্রজেক্টের ফাইন্যান্স এন্ড এডমিন ফরহাদ আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. ইবরাহিম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএসসিসির ৬৭, ৬৮ ও ৬৯ নং ওয়ার্ডের কাউন্সিলর (সংরক্ষিত) মাহফুজা আক্তার হিমেল,এলআইইউপিসি প্রকল্প-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাউন ম্যানেজার ড: সোহেল ইকবাল ও ডেমরা থানার ইন্সপেক্টর (অপারেশন) নূরে আলম সিদ্দীকি। সভায় লিঙ্গভিত্তিক সংহিসংতা প্রতিরোধ ও সকলপ্রকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তÍর বিষয়ে মতবিনিময় ও বিশেষ আলোচনা করা হয়। এ সময় আরো উপস্থিতছিলেন ডিএসসিসির ৬৭,৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক নারী কাউন্সিলর হোসনে আরা শাহীন, সৈয়দ ওমর ফারুকসহএলাকার ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান এবং সমাজের অংশ। তাদের কোনভাবেই অবহেলার দৃষ্টিতে নয়, বরং তাদের সার্বিকভাবে সহযোগীতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আর সকলে মিলে মিশে বাংলাদেশকে সমৃৃদ্ধশালী শুশৃঙ্খল ও সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে