ডেমরা প্রতিনিধিঃবিশ্ব মানবতার মুক্তির দিশারী রাসূলে পাক (সাঃ) এর শুভাগমন উপলক্ষে ডেমরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডিএসসিসি’র ৬৮নং ওয়ার্ড মুসলিম নিকাহ ও তালাক রেজিস্টার (কাজী অফিস) অফিসের আয়োজনে শনিবার বিকালে পূর্ব হাজীনগর এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাজী মাওঃ মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি’র ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহমুদুল হাসান পলিন। প্রধান আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাওঃ ড. গোলাম কিবরিয়া। এ সময়ে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড নিকাহ ও তালাক রেজিস্টার আশরাফুল ইসলাম সায়েমসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটাক্ষ করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পরিশেষে বিশ্ব মানবতার কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে