প্রকাশ সরকার সুমন: বীরমুক্তিযোদ্ধা সুলতান মিয়া মারা গেছেন।। ইন্নালিল্লাহি…..রাজিউন। বৃহস্পতিবার রাত ১২টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি এক পূত্র ও চার কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহীদের রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো এলাকায় বইছে শোকের মাতম। শুক্রবার বাদ জুম্মা রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে উত্তর যাত্রাবাড়ির পঞ্চায়েত পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানাতে এ সময়ে উপস্থিত ছিলেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাহনাজ হোসেন ফারিভা ও প্রশাসনের কর্মকর্তাগন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ডেমরা ও যাত্রাবাড়ির সকল বীরমুক্তিযোদ্ধাগন। যুদ্ধকালীন মোশারফ গ্রুপের সহকারী গ্রুপ কমান্ডার শ্রী সাধন চন্দ্র দাস জানায় বীরমুক্তিযোদ্ধা সুলতান মিয়া আসামের লায়লাপুর ক্যান্টনমেন্ট থেকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহন করেন এবং যুদ্ধকালীন সময়ে গ্রুপ কমান্ডার হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে যুদ্ধ করে দেশ-মাতৃকা রক্ষার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি আরও জানায় এমন একজন বীরমুক্তিযোদ্ধাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি মরহুম জইনুদ্দিন মিয়ার পূত্র।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে