আজিজুল হক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মো. আলমগীর হোসেন টিটু আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী এড. তৈয়ুবুর রহমান। ভোলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী মো. আলমগীর হোসেন টিটু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা জাহেদ আলী ১৭ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১৭ হাজার ২২০ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৬১৩ জন।
রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি।