আজিজুল হক: মহান বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ ডিসেম্বর শুক্রবার সন্ধায় ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের দীর্ঘায়ু-সুস্থতা কামনায় জন্য দোয়া ও মোনাজাত শেষে মোচারতাল্লুক এলাকার যুবসমাজের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২০’এর ফাইনাল খেলার উদ্বোধন করা হয় । সভার সভাপতিত্ব করেন ভোলাবো ইউনিয়নের ইউপি সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুনীল চন্দ্র সাহা । এতে প্রধান অতিথির বক্তব্যে ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আশকারী বলেন, মাদক- ইভটিজিং ও শারিরীক অসুস্থতা থেকে বাঁচতে খেলাধূলার বিকল্প নেই । তাই এলাকার কিশোর ও যুব সমাজকে খেলাধূলায় আগ্রহী করতে এবং সমাজ থেকে মাদক প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি । এসময় উপস্থিত ছিলেন ভোলাবো ইউনিয়নের যুবলীগের সভাপতি মাসুদ চৌধুরী, যুবলীগ নেতা মহসিন মিয়া, সুমন মিয়া, জাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সরকার, ছাত্রলীগ নেতা ইয়াহিয়া খান, নাজমুল হক, সনেট ও শরীফ মিয়াসহ আরো অনেকে। ব্যাডমিন্টন খেলার শুভ উদ্ধোধন করে ভোলাবো ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ চৌধুরী ।