প্রকাশ সরকার সুমন ঃ মাতুয়াইল নাট্যগোষ্ঠী ও মাতুয়াইল থিয়েটারের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২০ মার্চ শনিবার সন্ধ্যায় জহির রায়হান সাংস্কৃতিক মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে জি,এম দেওয়ান বিটুলের নির্দেশনায় সামাজিক গল্পনির্ভর নাটক ”মাটির ঘর” মঞ্চস্থ হয়েছে। এতে অভিনয় করেন জি,এম, দেওয়ান বিটুল, এ্যাড সেলিম, ওয়াসিম, পলাশ, বাদল, মোহাম্মদ আলী, ফরিদ, মকবুল, ছালাম, রিমঝিম, উর্মি, তমা ও মিতু। এটি মাতুয়াইল নাট্যগোষ্ঠী ও মাতুয়াইল থিয়েটারের ৫৬ তম প্রযোজনা। নাটকের নির্দেশক জি,এম দেওয়ান বিটুল কলেন, নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। প্রতিটি নাটকই বার্তা সমৃদ্ধ। নাট্যশিল্পীরা নাটকের মাধ্যমে সমাজের মানুষদের নানাবিধ বার্তা প্রদান করেন এবং চিত্তবিনোদনে কাজ করেন। সংগঠনের নাট্য সম্পাদক মজিবুর রহমান ওয়াসিম বলেন, একজন শিল্পীকে শুধু নাটকের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবেনা। সুশীল সমাজ গঠনেও কাজ করতে হবে। এদেশ আমাদের সকলের। সকলে মিলেমিশে কাজ করে দেশকে সুন্দর ও সমৃদ্ধশালী করতে হবে।