প্রকাশ সরকার সুমন : দেশের বিভিন্ন জেলার প্রসিদ্ধ মিষ্টিসহ নানা ধরনের খাবার অনলাইন ভিত্তিক ক্রেতা সাধারনের নিকট বিক্রয়ের লক্ষে মিরপুরে ময়রা ভাই নামে এক অনলাইন বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ৬ আগষ্ট বিকেলে মিরপুরের ফুড প্লেট রেষ্টুরেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনলাইন বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন সামাজিক ও সেবামূলক সংগঠন নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়রা ভাই এর ফাউন্ডার কাজী নাজমূল আলম হামিম, প্রতুল পাঠক, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের কোর ভলেন্টিয়ার রবিউল ইসলাম, নূরুন নবী রিয়াজ, জাহাঙ্গীর খান, ইকবাল হোসেন, জাহেদ ইমরান, ইফতেখার, ইঞ্জি: সাজ্জাদ কায়সার। আরও বক্তব্য রাখেন মডারেটর, রুনা, ইসরাত হাসান, মেজবাহ উদ্দিন, হোসাইন আল-মামুন, মো: শুভ, নাসরিন জাহান, ইমরান হোসেন, প্রবাসী মডারেটর খালেদ ইকবাল সিদ্দিকী প্রমূখ। বক্তব্য শেষে আনন্দঘন পরিবেশে কেক কেটে অনলাইন বিক্রয় কেন্দ্র ময়রা ভাই এর উদ্বোধন ও মিষ্টি মুখ করা হয়। বক্তরা বলেন মিষ্টি সকলের নিকট একটি পছন্দের খাবার। আমাদের দেশে প্রসিদ্ধ মিষ্টির যথেষ্ট চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন জেলায় প্রসিদ্ধ ও গুনগত মান সমৃদ্ধ মিষ্টিসহ নানা ধরনের খাবার তৈরী হচ্ছে। সে সকল মিষ্টি ও খাবার ঢাকায় এনে অনলাইনের মাধ্যমে ক্রেতা সাধারনের কাছে বিক্রি করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। ইতিমধ্যে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। এ কর্মসূচীর মাধ্যমে আমাদের যেমন অর্থনৈতিক মুনাফা আসবে। অন্যদিকে উদ্যোক্তা তৈরী হবে এবং ক্রেতা সাধারনের কাছে চাহিদা মোতাবেক প্রসিদ্ধ মিষ্টি ও গুনগত মান সম্পন্ন খাবার বাড়ি বাড়ি সরবরাহ করা যাবে।