প্রকাশ সরকার সুমন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়িতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ৬৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শনিবার রাতে কাজলা ব্রীজ সংলগ্নে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৬৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবীবের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ¦ কামরুল হাসান রিপন। প্রধান বক্তার বক্তব্য রাখেন আল্লামা নজির আহমদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন আল্লামা মুফতি আজহারুল ইসলাম আজমী। এ সময়ে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা, ছাত্রলীগের সাবেক নেতা ইমরান সালেহ প্রিন্স, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শান্ত নুর খান শান্তসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগষ্টে শাহাদাৎ বরনকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।