প্রকাশ সরকার সুমন:
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুকে বিজয়ী করার লক্ষ্যে যাত্রাবাড়ী থানা শ্রমিক লীগের উদ্যেগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল সাড়ে দশটায় যাত্রাবাড়ী শ্রমিক লীগের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয় ।
যাত্রাবাড়ি থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু খন্দকারের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শেখ এম এ রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু ।
এ সময়ে বক্তারা বলেন, আগামী ১৭ই অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে ঢাকা-৫ আসন প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ।