প্রকাশ সরকার সুমন ঃ রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে হাসনাইন (২০) নামে এক মেবাইল ছিনতাইকারীকে আটক করেছে তেঁজগাও ট্রাফিক জোনের ট্রাফিক পুলিশ। তেজঁগাও ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিকের নেতৃত্বে সোমবার সকালে কাওরান বাজার সোনারগাঁ ক্রসিং এলাকা থেকে তাকে আটক করার কলাবাগান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটককৃত হাসনাইন ভোলা জেলার চরফ্যাশান থানার বাশিকগঞ্জ গ্রামের মহিউদ্দিনের ছেলে। সে কাওরান বাজার এলাকায় বসবাস করে।ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক জানায়, সোমবার সকালে সায়মা সরকার নামে এক নারী আইনজীবি রিকসাযোগে বাংলামটর থেকে কাওরান বাজার যাবার পথে ওই ছিনতাইকারী আইনজীবির মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে দ্রুত পালাবার চেষ্টা করে। এ সময়ে ওই নারীর চিৎকার শুনে সংগীয় সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল ও কনষ্টেবল আমিরুল ইসলামকে নিয়ে ছিনতাইকারী হাসনাইনকে আটক করতে সক্ষম হই। তিনি আরও বলেন পবিত্র মাহে রমজান মাসে যে কোন প্রকার অপরাধ নির্মূলে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী অতি সতর্কতার সহিত কাজ করে যাচ্ছেন।ভুুক্তভোগী নারী আইনজীবি সায়মা সরকার ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন করোনা মহামারীতে বাংলাদেশ পুলিশের সদস্যরা নিজের জীবন বাজি রেখে মানুষের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে