ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরার পশ্চিম ডগাইর ভূট্টুমিয়া রোডের পূর্ব পাশের একটি ১০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগে ডেমরার পশ্চিম ডগাইর পাশা ভবনে এ ঘটনা ঘটে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পর্যায়ক্রমে ভবনের ৬ থেকে ১০ তলা পর্যন্ত পুড়ে যায়। এ ঘটনায় পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছেন অধিবাসীরা।ডেমরা ফায়ার সার্ভিসসহ ১৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তাছাড়া রাত সোয়া ৮টা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।