ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরার  পশ্চিম ডগাইর ভূট্টুমিয়া রোডের পূর্ব পাশের একটি ১০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগে ডেমরার পশ্চিম ডগাইর  পাশা ভবনে এ ঘটনা ঘটে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পর্যায়ক্রমে ভবনের ৬ থেকে ১০ তলা পর্যন্ত পুড়ে যায়। এ ঘটনায় পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছেন অধিবাসীরা।ডেমরা ফায়ার সার্ভিসসহ ১৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তাছাড়া রাত সোয়া ৮টা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে