প্রকাশ সরকার সুমন : রাজধানীর ডেমরা থানার সারুলিয়া  রসুলনগরস্থ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবমল্লিকা মডেল একাডেমীর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে বার্ষিক ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে ৬৮নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, বিনামূল্যে বই বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আতিকুর রহমান আতিক। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হারুন-অর রশিদ। এ সময়ে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিমা আক্তার, ডে-শিফট ইনচার্জ সুমি আক্তার, স্কাউট শিক্ষক জিসান আহমেদ জয় প্রমূখ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম হোসেন বলেন
শিক্ষার্থীদের মাঝে সু-শিক্ষা ও জ্ঞান বিস্তারের লক্ষ্যে অত্র এলাকায় নবমল্লিকা মডেল একাডেমীটি গড়ে তোলা হয়েছে। বানিজ্যিক মনোভাব নয় বরং সেবার মনোভাব নিয়েই আমরা শিক্ষার্থীদের মাঝে সু-শিক্ষা প্রদান করে অতি সুনামের সহিত ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বর্নাঢ্য আয়োজনে নববর্ষের প্রথম দিনে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিবাবকদের নিয়ে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বই উৎসব পালন করলাম। ৭০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আতিকুর রহমান আতিক ও ডেমরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হারুন-অর-রশিদ বলেন জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রাপ্তির ব্যবস্থা করেছেন। এ উদ্যোগ অত্যন্ত প্রশংসাজনক। শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পেয়ে অত্যন্ত আনন্দ চিত্তে বিদ্যালয়ে এসে পাঠ গ্রহনের মাধ্যমে জ্ঞান লাভ করে আগামী দিনের সুন্দর বাংলদেশ গড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে