আজিজুল হক ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ২৫ অক্টোবর রবিবার দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মুন্না খাঁন মতবিনিময় সভার আয়োজন করেন। রূপসীস্থ কার্যালয়ে দৈনিক সংবাদচর্চা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রকাশক ও সম্পাদক মুন্না খাঁন বলেন, গ্রামীণ সাংবাদিকতাই সংবাদপত্রের মূল চাবিকাঠি। জেলা উপজেলার সংবাদই পত্রিকাকে পাঠক হৃদয়ে গ্রহনযোগ্য করে তুলে। তাই পত্রিকাকে প্রতিষ্ঠিত করতে হলে উপজেলা পর্যায়ের সাংবাদিকদের বিকল্প নেই। তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। মুক্ত, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জাতীর দর্পণ। অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, সামাজিক ব্যাধি সহ সকল অনিয়ম জাতীর কাছে সাংবাদিকদের তুলে ধরতে হবে। কোনক্রমেই ফরমায়েশ বা প্রতিহিংসামূলক কিংবা নিজের স্বার্থ উদ্ধারের জন্য সাংবাদিকতা করা ঠিক নয়। রূপগঞ্জের সকল সাংবাদিক ভেদাভেদ ভূলে গিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব দিয়ে এগিয়ে যাবেন বলে তিনি মত প্রকাশ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন,সাধারণ সম্পাদক মকবুল হোসেন,সহ-সভাপতি শফিকুল আলম মামুন, হানিফ মোল্লা, অর্থ-সম্পাদক ইমদাদুল হক দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রোবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক মো.শাহেল মাহমুদ, এ আর ইব্রাহীম, কাউছার আহমেদ, সৈয়দ নাজমুল, মোঃ আলম হোসাইন, রাশেদুল ইসলাম, মাহবুবুর রহমান রনি, বি.এম আবুল হাসনাত, রনি আহমেদ, শরিফ হোসেন, ফাহিম, ইমন মিয়া, সাজিদ ও মোহাম্মদ মাসুম মিয়া প্রমুখ। পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে