মোঃ শরীফ ভূইয়া : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার আতলাশপুর এলাকায় গতকাল ৭ সেপ্টেম্বর বুধবার ন্যাশনাল ডেভেলাপমেন্ট ইঞ্জিনিয়ারিং (এনডিই) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ধসে দুইজন আহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় আতলাশপুর গ্রামের কবির হোসেনের কবুতরের খামার ঘর-বাড়িসহ দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আহত কবির হোসেনের ভাই নুরুল হাসান (২৫) ও তার ছেলে শিবলী সাদিক (২২) আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কবির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।