মোঃ শরীফ ভূইয়া : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১৩নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জুলাই বুধবার ভোলানাথপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভোলানাথপুর হলুদ দলকে ১-৩ গোলে হারিয়ে লাল দল জয় লাভ করে। বিজয়ী দলের পক্ষে নাজমুল, কামাল ও হাসান গোল করেন। টুর্ণামেন্টে পুর্বাচলের আশপাশের এলাকার ১৬ দল অংশ নেয়। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ফুটবল টুর্ণামেন্টের আহবায়ক ও আওয়ামীলীগ নেতা হাজী দ্বীন মোহাম্মদ দীলু।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ। বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধুর কন্যা ফুটবলের হারানো গৌরব ফেরাতে নানা পদক্ষেপ নিয়েছে। সারা দেশে বিভিন্ন ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করছে। নারীদের খেলার মান বৃদ্ধি পেয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। ###