মোঃ শরীফ ভূইয়া  :  নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের নতুন ভোটারদের হালনাগাদ কার্যক্রম অব্যাহত রয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া গত ২৮ আগষ্ট এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় রূপগঞ্জ ইউপি সদস্য আলহাজ¦ রমজান আলী মন্ডল, আলমগীর হোসেন, রিটন প্রধান, আব্দুল্লাহ আল-মামুন দোলন, জাহানারা আক্তার, জাকিয়া সুলতানা, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খান জয়, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন, শাহাদাত হোসেন রাজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত একটানা সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। সকাল থেকে বিকাল পর্যন্ত নতুন ও বাদ পড়া ভোটাররা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে ভিড় করছেন। রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া তার নিজস্ব অর্থ্যায়নে আগতদের জন্য দুপুরের খাবার, জিলাপির ব্যবস্থা করেছেন। এছাড়া পরিষদের ক্যাম্পাসে জিলাপি ভেজে গরম গরম বিতরণ করা হচ্ছে। নতুন ভোটার ও তাদের অভিভাবকদের আসাযাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করেছেন। নতুন ভোটার বাগবের গ্রামের বাসিন্দা ও বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের এইচএসসি পরীক্ষার্থী মানসূরা জান্নাত মনিমা বলেন, জীবনের প্রথম ভোটার হতে এসে যে মূল্যায়ণ পেয়েছি তা কোনোদিন ভুলবনা। দুপুরে দেয়া খাবার ও পরিষদ ক্যাম্পাসে জিলাপি ভেজে সকলের মাঝে বিতরণ সত্যিই প্রশংসনীয়। রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার এ উদ্যোগ এলাকায় সাড়া পড়েছে । রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া বলেন, প্রত্যেক নাগরিকের ন্যাশনাল আইডি প্রয়োজন। একটু কষ্ট হলেও প্রত্যেককেই এখন ভোটার আইডি করা জরুরী। প্রতিদিন উৎসাহ উদ্দীপনায় সুন্দরভাবে নতুন ভোটাররা ছবি তুলছেন

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে