প্রকাশ সরকার সুমন ঃ যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ডেমরায় মানববন্ধন করেছে
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ডেমরা থানা কমিটি।বৃহস্পতিবার দুপুর ১২ টায় দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রধান ফটকের সামনে এ কর্মসূচী পালন করা হয়।ডেমরা থানা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানার যুগ্ন-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান,ডেমরা থানা ছাত্র আন্দোলনের তথ্য গবেষনা ও প্রচার সম্পাদক ইয়াসিন কোব্বাদী, অর্থ সম্পাদক রিযাদ হায়দার,রুবায়েত ইসলাম, বেলাল হোসেন, হাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত, সজীব আহমেদসহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।মানববন্ধনে প্রধান বক্তা ঢাকা মহানগর পূর্বের সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেন দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীরা অনলাইন গেমস,কিশোর গাং,মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। নন এমপিও ভূক্ত ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা চাকুরী হারিয়ে অর্থের অভাবে অসহায় জীবন যাপন করছে। তিনি আরও বলেন দেশের সব কিছু খোলা রেখে শুধু মাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ফলে একটি মেধাশুন্য প্রজন্ম গড়ে উঠছে যা দেশের জন্য কখনোই সুফল বয়ে আনতে পারেনা। তাই অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে জোর দাবী জানাচ্ছি।