প্রকাশ সরকার সুমন : সিলেটে বন্যা কবলিত দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এস এস সি ২০০২ ও এইচ এস সি ২০০৪ ব্যাচ বাংলাদেশ গ্রুপ। ১ জুলাই শুক্রবার সকালে সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট সহ বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ গ্রুপের অন্যতম সদস্য মেজবাহ উদ্দিন জানায়, এস এস সি ২০০২ ও এইচ এস সি ২০০৪ ব্যাচ বাংলাদেশ গ্রুপের নাম যদি উচ্চারন করি তবে সর্বপ্রথমে যার নাম স্মরন করতে হয় তিনি হলেন আমাদের গ্রুপের এডমিন হীরা মেহেদী। যার হাত ধরে মানবতারসেবায় দিন দিন এগিয়ে যাচ্ছে এ গ্রুপটি। যার বলিষ্ঠ নেতৃত্বে এবার আমরা গ্রুপের সকল

সদস্যদের নিয়ে সিলেটে বন্যা কবলিত মানুষের কষ্ট লাঘবের জন্য এবং খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য সিলেটে আসছি। দিনভর বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে সৃষ্টিকর্তার নিকট সন্তুষ্টি জ্ঞাপন করছি। মেজবাহ উদ্দিন আরও বলেন মানবতার সংগঠন কারো জন্য থেমে থাকেনা। কল্যানময় কাজকে মানবকল্যান ও স্বেচ্ছাসেবী কর্মীরা সর্বদা আন্তরিকভাবে করে
থাকে। মানব সেবাই পরম ধর্ম। মানুষের কল্যান করলে স্বয়ং আল্লাহও খুশী হন। খাদ্য বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন
রেজাউনোল ইসলাম চন্দন, মো: রফিকুল ইসলাম বকুল, আতাউর রহমান বুলেটসহ গ্রুপের অন্যান্য সদস্যগন ও এলাকার
স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ। উল্লেখ্য এস এস সি ২০০২ ও এইচ এস সি ২০০৪ ব্যাচ বাংলাদেশ গ্রুপের উদ্যোগে বিগত দিনে দেশের বিভিন্ন অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন,  চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে