করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা মানুষকে সচেতন করতে এক গানে দেখা যাবে বিশ শিল্পীকে। ‘দেবো পাড়ি এ আঁধার’ শিরোনামের একটি গানে দেখা যাবে কন্ঠশিল্পী কনা, এলিটা, অদিত, প্রতিক হাসান, ঔশী, দোলা, তাশফি, সুফি (আরবোভাইরাস), প্রেরনা ও প্রতিক্ষা সহ বিশজন শিল্পীকে।
গানটির গীতিকার আসিফ ইকবাল ও সুরকার অদিত।
প্রযোজনা প্রতিষ্ঠান গানের ডালির জন্য গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন অদিত। বৈশাখের উদ্দিপনা ও করোনাভাইরাসের বিরুদ্ধে মানসিক মনোবল তৈরির জন্যই গানটি নির্মাণ করা হয়েছে।
অদিত জানান, ‘সাধারন মানুষের পাশাপাশি সংগীত শিল্পীরাও এখন মানসিক ভাবে বিপর্যস্থ। কিন্তু, করোনাভাইরাসের এই যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে।
করোনাভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মনোবলকে দৃঢ় করার লক্ষ্যে জনপ্রিয় সংগীত শিল্পীদের নিয়ে একটি গান তৈরি করেছি।’
কন্ঠশিল্পী কনা বলেন, ‘এখন এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে এক থাকাই জরুরি। গানের মাধ্যমে আমরা শ্রোতাদের সচেতন করার আহ্বান জানাই। বৈশ্বিক এই দুর্যোগ কেটে যাবে, আমরা সবাই আবারও স্বাভাবিক হয়ে যাবো।’
প্রযোজনা সংস্থা গানের ডালি জানিয়েছে, গানটি সঙ্গীতশিল্পীরা নিজ নিজ বাড়িতে বসেই গেয়েছেন। গানটির মিউজিকভিডিও ১৬ এপ্রিল গানের ডালি ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল, গানেরডালি মিউজিক-এ পাওয়া যাবে।