সবাই একসাথে মিলে করোনা নামের এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১১ এপ্রিল) সকালে নিজের বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সকল মতপার্থক্য ভুলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ধৈর্য্য এবং সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

যারা যাইরে ঘুরাঘুরি করে সামাজিক দুরত্ব বজায় রাখছেন না তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সেতুমন্ত্রী বলেন, এই সংকটের সময়েও সুখবর হচ্ছে দেশের বৃহত্তর প্রকল্প পদ্মাসেতুর ২৮তম স্প্যান আজ বসানো হয়েছে, ফলে ৬ দশমিক এক পাঁচ কি.মি. দীর্ঘ এই সেতুর এখন ৪ দশমিক দুই কি.মি. দৃশ্যমান হলো।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে